ইউটিউব ভিডিও ভাইরাল করার নিয়ম ও এসইও

আপনি কি আপনার ভিডিও ভাইরাল করতে চান । তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন । আপনি জানতে পারবেন অরগানিক ভাবে কিভাবে ভিডিও ভাইরাল করবেন । এখানে ভিডিও ভাইরাল করার জন্য বিশেষ ভাবে উল্লেক করব এসইও আমি ভিডিও ভাইরাল করার জন্য এসইও করে দেখাবো আর আরো কি কি করবেন তাও দেখাবো ।
আপনি যদি ইউটিউব ভিডিও ভাইরাল করার নিয়ম চান তাহলে আপনাকে এই ব্লগটা মনোযোগ দিয়ে পড়বেন। ইউটিউব ভিডিও ভাইরাল করার জন্য কয়েক টা নিয়ম আছে সেগুলো আমাদের জানতে হবে । ভিডিও ভাইরাল করার জন্য আমাদের বেশি কাজ করতে হবে এসইও এর উপর আর বিষয় আছে তাই একটু মনোযোগ দিয়ে পড়বেন তাহলে শুরু করি ।
সূচিপত্র: সূচিপত্র দেখতে পারেন সময় কম থাকলে।

ইউটিউব ভিডিও ভাইরাল করার জন্য বেশি গুরুত্ব পূর্ণ বিষয় কি কি ?

আমাদের ভিডিও ভাইরাল করার জন্য বেশি কাজ করে এসইও । আমরা যত সুন্দর এসইও করতে পারব তত বেশি ভিডিও ভাইরাল হবে । আমাদের সবার বেশি এসইও আর এসইও অনেক বিষয় আছে যেমন টাইটেল এসইও, ডিসক্রিপশন  এসইও, ও থাম্বেল এসইও আরো এসইও করতে হবে আমাদের ভিডিওতে তাহলে আমাদের ভিউ ও ভাইরাল হবে । আমাদের এসইও করার পাশাপাশি আরো অনেক কিছু করতে হবে । আমাদের অনেক সেটিং আছে সেটাও আমাদের করতে হবে নাহলে আমাদের ভিডিও ভিডিওতে ভিউ ও ভাইরাল হবে না ।

ইউটিউব ভিডিও ভাইরাল করার জন্য টাইটেল এসইও

আমাদের ভিডিও ভাইরাল করার জন্য অনেক বেশি কাজে আসে টাইটেল । আমাদের টাইটেল সঠিক ভাবে লিখতে হবে । আমাদের টাইটেল লেখার জন্য কিছু এসইও করতে হবে যেমন আমি একটা ভিডিও বানালাম যে গান নিয়ে আর সেই গানের নাম দিলাম “আজ কবিতা” এখন যদি আমি ভিডিওর টাইটেল শুদু দিলাম “আজ কবিতা” তাহলে ভিডিও ভাইরাল হবে না আমাদের টাইটেল এসইও এরকম করতে হবে । আমি এসইও করে টাইটেল লিখলাম “আজ কবিতা | এখানে গায়কের নাম | Bangla Song | Song (202* এখানে সাল)” । এটা এটা আমি এসইও করে লিখলাম এখন আমি বুঝিয়ে বলি আমাদের প্রথমে থাকতে হবে গানের নাম তারপর আমাদের গায়কের নাম তারপর একটা কিওয়ার্ড লিখলাম এই দুটি কিওয়ার্ড হলো এসইও তাহলে আপনাদের কে আমি বুঝিয়ে বলতে পারলাম যে টাইটেল কিভাবে এসইও করবেন ।

ইউটিউব ভিডিও ভাইরাল করার জন্য ডিসক্রিপশন  এসইও

ডিসক্রিপশন  এসইও করার জন্য আমাদের অনেক বেশি কাজ করতে হবে । আমরা ডিসক্রিপশন  লেখার জন্য সবার আগে ভিডিও এর টাইটেল দিতে হবে তাপর ভিডিওর কিছু অংশ লিখে দিবেন । মানে আপনার ভিডিওতে কি কি আছে সেটা কিছু লিখে দিবেন । এতে আমাদের এসইও এর অনেক বেশি কাজ করে । তাপর আমাদের ভিডিওতে কে পরিচালক ও আপনার ভিডিওতে কারা অভিনয় করেছে সেটা দিতে হবে । কারণ হলো যদি দেন তাহলে যে পরিচালকের নাম দিবেন এতে আপনার ভিউ বেশি হবে যেমন সেই পরিচালকের নাম দিয়ে কেউ সার্চ করল তাহলে আপনার ভিডিও পাবে মানুষ । আর অভিনেতা দের নাম তো দিতেই হবে দিলে আপনার ভিডিওর ভিউ অনেকগুণে বেড়ে যাবে । আমাদের অনেক বেশি কাজ করে কীওয়ার্ড ব্যবহার । আমরা যদি ভালো করে কীওয়ার্ড ব্যবহার করি তাহলে ভিউ আসবে নাহলে আসবে না তাই আমাদের কীওয়ার্ড ব্যবহার করতে হবে কিভাবে কীওয়ার্ড ব্যবহার করবেন সেটা নিচে দেখুন তাহলে পেয়ে যাবেন । আমাদের ভিডিওর এসইওর জন্য অনেক কাজ করে Hashtags কিভাবে Hashtags লিখেবেন তা হলো আমাদের যে কীওয়ার্ড ব্যবহার করব তার আগে এই আইকন বা ট্যাগ দিয়ে দিবেন “#” তাহলে আমাদের অনেক সহজে Hashtags পেয়ে যাব । আরো অনেক কিছু করতে হবে তাবে এখন আমরা দেখে নেই কীওয়ার্ড কিভাবে বের করবেন ।

ইউটিউব ভিডিও ভাইরাল করার জন্য কীওয়ার্ড কিভাবে বের করবেন

কীওয়ার্ড বের করার জন্য আমাদের কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে তাহলে আমরা সঠিক কীওয়ার্ড  বের করতে পারব । আমরা কীওয়ার্ড বের করার জন্য প্রথমে দেখতে হবে আমাদের ভিডিও কি নিয়ে সেই রিলেটে আমাদের কীওয়ার্ড বের করতে হবে । আপনার ইউটিউব ভিডিও মূল বিষয়বস্তু অনুযায়ী এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ বা বাক্য বেছে নেওয়া, যেগুলো মানুষ সার্চে সবচেয়ে বেশি ব্যবহার করে। যেমন, আপনি যদি “মোবাইল দিয়ে কার্টুন বানানো” বিষয়ে ভিডিও করেন, তাহলে আপনার কীওয়ার্ড হতে পারে “Cartoon Animation App”, “Mobile Animation”, “Bangla Cartoon Tutorial” ইত্যাদি। এই কীওয়ার্ডগুলো ভিডিওর টাইটেল, ডিসক্রিপশন ও ট্যাগে ব্যবহার করলে ইউটিউব বুঝে যায় আপনার ভিডিও কোন বিষয়ের, ফলে ভিডিওটি সেই সম্পর্কিত সার্চে উপরে দেখায়। সহজভাবে বললে, কীওয়ার্ড হলো এমন দরজা যার মাধ্যমে দর্শক আপনার ভিডিও পর্যন্ত পৌঁছে যায়। এগুলো করে আমরা কীওয়ার্ড বের করতে পারি আমরা আপনার ভিডিও যে বিষয়ে সেই বিষয় সার্চ করুন ইউটিউবে তবে ফুলটা সার্চ করবেন না একটু লেখবেন আর একটু লেখার সাথে সাথে আপনার বিষয় নিয়ে যে লেখা আসবে সেটা হলে আপনার ভালো একটা কীওয়ার্ড । কীওয়ার্ড বের করার অনেক পদ্ধতি আছে আমি আপনাদের দিলাম ।

থাম্বেল এসইও ডিজাইন ইউটিউব ভিডিও ভাইরাল করার জন্য

আমাদের থাম্বেল এসইও করার জন্য বেশি কাজ করতে হবে না । আমাদের শুদু থাম্বেলে আপনার ভিডিওর নামটা তুলে দিবেন । তাহলে ইউটিউব যখন আপনার ভিডিও মানুষের কাছে পাঠাবে তখন মানুষ টাইটেলের দিকে থাকায় না থাকায় আপনার থাম্বেল এর উপর তাহলে আপনার ভিডিওর উপর মানুষের আগ্রহ বাড়ে । আমাদের ভিডিও ভাইরাল করার জন্য এসইও সঠিক ভাবে করলেও আমাদের থাম্বেল যদি সুন্দর না হয় তাহলে আপনার ভিডিওতে কেউ কিক্ল করবেন না এতে আমাদের ভিডিওতে ভিউ আসবে না আর আমাদের ভিডিও ভাইরালও হবে না । তাই আমাদের থাম্বেল সুন্দর করে বানাতে হবে । আপনাদের সুবিদার জন্য আরো বলে দিলাম যে মোবাইল দিয়ে থাম্বেল ডিজাইন করলে PixelLab অনেক ভালো করে আর আমাদের কম্পিউটারে থাম্বেল ডিজাইন করলে ফটোশপ ভালো হয় । আর যা দিয়েই বানান না কেন আপনার থাম্বেলে আপনার ভিডিওর টাইটেল নাম থাকে যাথে ।

ইউটিউব ভিডিও ভাইরাল করার জন্য ভিডিওর ভিজিটরের বয়স নির্বাচন করা

আমাদের অনেক বড় একটা সমস্যা হলো আমরা সঠিক ভিজিটরের বয়স বলতে পারি না ইউটিউবকে । আমরা যদি ইউটিউবকে ভিজিটরের বয়স বলতে চাই সেটা কিভাবে বলব সেটা হলো made for kids অপশন' এটা দেখতে হবে । আমরা যদি কার্টুন ভিডিও বানাই তাহলে আমাদের দিতে হবে Yes, it's 'Made for Kids' এটা দিতে হবে এতে আপনার Kids ইউটিউবে চলে যাবে । এতে আমাদের ভিডিওর ভিউ অনেক বেশি হয়ে যাবে । আর যদি আমরা নাটক বা গান বানাই তাহলে No, it's not 'Made for Kids' এটাতে দিতে হবে তাহলে আমাদের সব মানুষের কাছে ভিডিও যাবে । আর আপনার ভিডিও আপলো করার আগে আমাদের ভিডিওটি কিছু সময় Unlisted করে রাখতে হবে তারপর আমাদের পাবলিশ করতে হবে । Unlisted করে রাখলে ভিডিও এসডি হয়ে আপলোড হবে আর ইউটিউব বুঝতে পারবে আমাদের ভিডিও কোন ধরণের সেটা জানতে পারবে ।
আমি আপনাদের কিভাবে ইউটিউব ভিডিও ভাইরাল করার নিয়ম ও এসইও করবেন সব দেখালাম । আশা করি এটা দেখে আপনাদের অনেক বেশি জানতে পারলেন । আচ্ছা আজ আমি আসি আর এত দিন আপনাদের মাঝে না থাকার করণ হল আমার দাদা অসুখ ছিলেন তারজন্য এখন প্রতিদিন আমাকে পাবেন । আমি খশি হলাম যে আপনারা আমাকে নিয়ে এত বাবেন। আচ্ছা ইউটিউব ভিডিও ভাইরাল করার নিয়ম ও এসইও এগুলো নিয়ে সব বলেছি আজ আমি আসি সবাইকে আজ বিদায় জানাই ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Previous Post
এই পোস্টে এখনো কেউ কমেন্ট বা মন্তব্য করে নি
কমেন্ট বা মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জাহি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন।

comment url