বেগম রোকেয়া তিনি কে ও তার পরিচয়

বেগম রোকেয়ার সব জানতে পারবেন যেমন বেগম রোকেয়া কে ও বেগম রোকেয়া কি কি কাজ  করেছেন, তিনি কোন দেশে জন্ম গ্রহণ করেন ও তার পরিবার সর্ম্পকে সব জানতে পারবেন ।

বেগম রোকেয়া তিনি কে ও তার পরিচয় কি এসব প্রশ্ন আমাদের মনে থাকে । তাই আজকে জানব বেগম রোকেয়া তিনি কে ও তার পরিচয় । তবে এগুলো ছাড়াও আমার বেগম রোকেয়ার সারা জিবনের গল্পটা তুলে ধরব আমরা আর তিনি কি কির জন্য তাকে এত জনপ্রিয় করেছে এগুলো সব প্রশ্ন জানবেন । আরেকটা প্রশ্ন আমাদের মনে সব সময় থাকে যে তিনি কোন দেশি সেটাও জানতে পারবেন । তাহলে শুরু করি আমরা বেগম রোকেয়া কে নিয়ে ।

বেগম রোকেয়ার নিজের পরিচয় বা নিজের তথ্য

বেগম রোকেয়া আমরা সবাই জানি কিস্তু আমরা বেগম রোকেয়ার পুরো নামটা জানিনা বেগম রোকেয়ার পুরো নাম হল রোকেয়া সাখাওয়াত হোসেন । বেগম রোকেয়া ছিলেন একটি শিক্ষিত ও সম্মানিত পরিবারের সন্তান। তাঁর পরিবারে মোট পাঁচ ভাই-বোন ছিলেন। তাদের মধ্যে তিন ভাই ও দুই বোন ছিল। তবে দুঃখজনকভাবে, শৈশবে একজন ভাই অকালেই মৃত্যুবরণ করেন। তাই আমরা বলতে পারি বেগম রোকেয়ারা পাঁচ ভাই বোন । বেগম রোকেয়ার পাঁচ ভাই বোনদের মধ্যে বেগম রোকেয়া ছিলেন পঞ্চম সন্তান । বেগম রোকেয়ার বাবা ও মায়ের বিষয় একটু পরে জানি আগে তার ভাই বোনদের বিষয়ে জেনে নেই আমরা জানতে পারলাম যে বেগম রোকেয়ারা পাঁচ ভাই বোন এখন জানুন বেগম রোকেয়ার ভাই বোনদের নাম আমরা সবাই জানি বেগম রোকেয়ার দুই বোন আছে দুই বোনের নাম করিমুননেসা ও হুমায়রা । বেগম রোকেয়ার তিন ভাই ছিলেন, তিন ভাই এর না হল আবুল আসাদ ইবরাহীম সাবের এবং খলিলুর রহমান আবু জাইগাম সাবের ।

বেগম রোকেয়ার পিতা-মাতা বা বাবা-মায়ের পরিচয় ও বিস্তারিত তথ্য

বেগম রোকেয়ার বাবার নাম ছিল জহিরুদ্দিন মুহাম্মদ আবু আলী হায়দার সাবের । ও  বেগম রোকেয়ার মায়ের নাম ছিল রাহাতুন্নেসা সাবেরা চৌধুরী । বেগম রোকেয়ার বাবা ছিলেন জমিদার বা ধনি লোক তাই তিনি কোন চাকুরি বা কাজ করতে না আর বেগম রোকেয়ার মা কোন চাকুরি বা কোনো কিছু করতেন না তিনি বেগম রোকেয়ার ভাই বোনদের বা বাড়ির কাজ করতেন ।

বেগম রোকেয়ার জন্ম ও জন্মস্থান 

১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার জহিরুদ্দিন মুহাম্মদ আবু আলী হায়দার সাবের ঘর আলোকিত করে জন্ম নেন একটি পুটপুটে কন্যা সন্তান । জহিরুদ্দিন মুহাম্মদ আবু আলী হায়দার সাবের সেই মেয়েটির নাম রাখলেন রোকেয়া সাখাওয়াত হোসেন । সেই পুটপুটে মেয়ে রোকেয়া সাখাওয়াত হোসেনই আজকের বেগম রোকেয়া । সবার একটা প্রশ্ন হল বেগম রোকেয়া কোন দেশের বেগম রোকেয়া যখন জন্ম গ্রহণ করেছিলেন তখন সময় ব্রিটিশ ভারত দেশ পরিচালনা করত তারপর মুক্তিযুদ্ধেরপর সেই ব্রিটিশ ভারত থেকে হয় বাংলাদেশ তাই আমরা বলতে পারি তিনি বাংলাদেশি ।

রোকেয়া সাখাওয়াত হোসেন থেকে বেগম রোকেয়া নাম কিভাবে হয়

বেগম রোকেয়ার আসল নাম হল রোকেয়া সাখাওয়াত হোসেন তারপর তার নামের আগে বেগম আসে কিভাবে এটা আমি ভালো করে বুঝিয়ে বলি তাহলে বোঝবেন । রোকেয়া সাখাওয়াত হোসেন নাম থেকেই “বেগম রোকেয়া” নামের সৃষ্টি হয়েছে। তার আসল নাম ছিল রোকেয়া সাখাওয়াত হোসেন, আর বিয়ের পর স্বামীর নাম যুক্ত হয়ে তিনি পরিচিত হন রোকেয়া সাখাওয়াত হোসেন নামে। পরে সমাজে মুসলিম নারীদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য বেগম উপাধি যুক্ত করা হয়, যেমন আমরা কারো নামের আগে মিসেস বা শ্রীমতি বলি। তাই মানুষ তাকে সম্মানের সঙ্গে “বেগম রোকেয়া” বলতে শুরু করে। এভাবে রোকেয়া নাম হয় বেগম রোকেয়া । আচ্ছা আমার এত বয়স হয়েছে আমি কখন দেখিনাই যে বিয়ের পর নাম বদলাতে হয় । এটা তি আগের কোন সংস্কৃতি নাকি এখন এই সস্কৃতি আছে । 

বেগম রোকেয়ার উল্লেখযোগ্য কাজ

আমাদের সমাজের জন্য বেগম রোকেয়া অনেক কাজ করেছেন । বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন একজন অগ্রগামী নারী শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজসংস্কারক, যিনি বাঙালি মুসলিম নারীদের জাগরণের পথিকৃৎ হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছেন। তিনি ১৯১১ সালে কলকাতায় নারীদের শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন, যা আজও তার আদর্শ বহন করে চলছে। তাঁর বিখ্যাত সাহিত্যকর্মগুলোর মধ্যে ‘সুলতানার স্বপ্ন’, ‘অবরোধবাসিনী’, ‘পদ্মরাগ’‘মতিচূর’ বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে তিনি নারী স্বাধীনতা, শিক্ষা ও সমাজে নারীর সমানাধিকারের পক্ষে জোরালো কণ্ঠ তুলে ধরেছেন। তিনি বাংলা মুসলিম মহিলা সমাজ নামে সংগঠন গঠন করে নারী শিক্ষা ও সামাজিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেন। তাঁর প্রবন্ধ, বক্তৃতা ও লেখনী সমাজের কুসংস্কার ও নারীর অবরুদ্ধ জীবনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক নতুন চিন্তার দুয়ার উন্মোচন করে। বেগম রোকেয়ার কর্মজীবন ও আদর্শ আজও নারী জাগরণের অনুপ্রেরণা হিসেবে বেঁচে আছে। আমি ছেলে হয়েও আমি থাকে সালাম জানাই তিনি যে কাজ করেছে । আমি জানতে চাই এই ব্লগটা বেশি ছেলেরা পড়ছে না কি মেয়েরা কমেন্ট এ জানান ।

বেগম রোকেয়ার বেড়ে উঠা

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের বেড়ে ওঠা ছিল এক রক্ষণশীল মুসলিম পরিবারে, যেখানে মেয়েদের শিক্ষা গ্রহণকে ভালো চোখে দেখা হতো না। তিনি ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা জাহিরুদ্দিন মুহাম্মদ আবু আলী সাবের ছিলেন একজন জমিদার, যিনি ধর্মীয় ও প্রথাগত শিক্ষার প্রতি গুরুত্ব দিতেন, কিন্তু মেয়েদের আধুনিক শিক্ষা দিতে অনিচ্ছুক ছিলেন। রোকেয়া ছোটবেলা থেকেই তীক্ষ্ণ বুদ্ধিমতী ছিলেন এবং জ্ঞান অর্জনের প্রবল আগ্রহ ছিল। সমাজের কুসংস্কার ও পারিবারিক বাধা সত্ত্বেও তিনি গোপনে বাংলা ও ইংরেজি শেখেন তাঁর ভাই ইব্রাহিম সাবেরের সহায়তায়। ভাইয়ের উৎসাহেই তিনি লেখালেখিতে অনুপ্রাণিত হন এবং পরবর্তীতে সমাজে নারী শিক্ষার গুরুত্ব অনুধাবন করেন। এই কঠিন ও সীমাবদ্ধ পরিবেশের মধ্যেই রোকেয়ার মানসিক বিকাশ ঘটে, যা তাঁকে পরবর্তীতে নারী জাগরণের পথিকৃৎ হতে অনুপ্রাণিত করে। আর বেশি কথা বলব না আর যদি এড করা লাগে কমেন্ট করেন ।

আবার দেখুন:আপনার যে অংশ বেশি প্রয়োজন সেই অংশ আবার পড়ুন।

আমি অনেক যদি পরে ব্লগ দিলাম করণ হল আমি একা ব্লগ লিখি শুদু আপনাদের জন্য তবে এইওয়েবসাইট ছাড়াও আমি কাজ করি আমি একজন ওয়েব ডিজাইনার তাই এদিকে একটু সময় দিতে দেরি হয় । আচ্ছা আজ আমি আসি সবাইকে জানাই সালাম ও আদাব ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
1 Comments
  • Sponsor By Indian Movie
    Sponsor By Indian Movie 11 November 2025 at 18:45

    অনেক দিন পরে পোস্ট করলেন ভাই

Add Comment
comment url