পৃথিবীতে মানুষের মৃত্যু না হলে কি কি ঘটতে পারে

আমাদের পৃথিবীতে প্রায় ৮.২ বিলিয়ন মানুষ আছে তবে যদি কোন মানুষ মৃত্যু হয় না তাহলে আমাদের পৃথিবীতে কি কি ঘটবে তা জানতে পারেন । আমাদের পৃথিবীতে মানুষের মৃত্যু না হলে কি কি ঘটতে পারে এটার সাথে সাথে আমাদের কি কি করতে পারব না তাও জানবেন ।
পৃথিবীতে মানুষের মৃত্যু না হলে কি কি ঘটতে পারে তা জানার আগে আমি বলি আপনার যদি বেশি প্রয়োজন এই ব্লগের তাহলে একটু মনোযোগ দিয়ে পড়বেন । আমাদের পৃথিবীতে মানুষের মৃত্যু না হলে কি কি ঘটতে পারে জানার আগে জানতে হবে আমাদের পৃথিবীতে বছরে কত মানুষ মৃত্যবরন করে । এগুলো ধাপে ধাপে আমরা সব জানতে পারব তাহলে শুরু করি আমাদের আজকের এই ব্লগটা ।

মানুষের মৃত্যু না হলে কি কি ঘটতে পারে তা জানার আগে কি কি জানতে হবে?

আমাদের সবার প্রথমে জানতে হবে যে আমাদের এই পৃথিবীতে কয়জন মানুষ মৃত্যুবরণ করে তারপর আমাদের জনতে হবে পৃথিবীতে মানুষের মৃত্যু না হলে কি কি ঘটতে পারে বা হবে । আমাদের পৃথিবীতে প্রতি বছর প্রায় বছরে বিশ্বজুড়ে প্রায় ৫৫-৬০ মিলিয়ন ৫.৫ থেকে ৬ কোটি মানুষ মারা যান। আমাদের বিশ্বে এত মানুষ মারা যান তাহলে যদি তারা মারা যেতেন না তাহলে কি হবে আমাদের পৃথিবীতে ও আমাদের পৃথিবীতে কি কি ঘটতে পারে এটা জানার আগ্রহ থাকলে আমাদের এই ব্লগটা মনোযোগ দিয়ে পড়তে থাকুন ।

জনসংখ্যা ধামাকা হবে মানুষের মৃত্যু না হলে

আমরা যদি মারা না যাই তাহলে আমাদের পৃথিবীতে অনেক হারে আমাদের পৃথিবীতে জনসংখ্যা দ্রুত অসীম হয়ে যেত । মানে আমরা যদি মারা না যাই তাহলে শুদু মানুষের অতিরিক্ত জনসংখ্যা বেড়ে যাবে তাহলে আমাদের যাখার জন্য যে জায়গা বা জমি সেগুলো আমাদের কম হত তার ফলে আমাদের যতটুকু থাকার জন্য জায়গা বা জমি লাগবে সেটার পর আমাদের ফসল চাষ করতে অনেক হারে কমে যাবে তাহলে আমাদের খাদ্য, পানি, আশ্রয়, ও জমির ওপর ভয়ঙ্কর চাপ বেড়ে যাবে । তখন সময় আমাদের সহরে থাকার জন্য কোন জায়গা বা জমি থাকতো তখন সময় আমাদের বন জঙ্গল, সমুদ্র এগুলো আস্তে আস্তে কমে যেত । আরো হত যে আমাদের থাকার জন্য গাছ কাটতে হত তখন আমাদের শ্বাস নিতে সমস্যা হত । তাহলে তো বুঝলেন আমাদের যে জনসংখ্যা ধামাকা হবে ।

খাদ্য ও সম্পদের সংকট

আমি আগে বলেছি যে আমরা যদি মারা না যাই তাহলে আমাদের থাকার জন্য জমি কম হবে । আমাদের যখন জমি কম হবে তখন সময় আমরা থাকবো না ফসল চাষ করব তা নিয়ে অনেক বেশি সমস্যা হবে । যদি পৃথিবীতে মানুষের মৃত্যু না হতো, তাহলে জনসংখ্যা ক্রমেই বেড়ে যেত, কিন্তু পৃথিবীর সম্পদ সীমিত থাকায় সবার প্রয়োজন মেটানো সম্ভব হতো না। যতই কৃষি উৎপাদন বা খাদ্য উৎপাদন বাড়ানো হোক না কেন, চাহিদা এত বেশি হতো যে খাবার, পানি, ও জমির অভাব দেখা দিত। ফলে অনেক মানুষ না খেয়ে কষ্টে দিন কাটাত, দারিদ্র্য বাড়ত, আর সম্পদ ও জমি নিয়ে এক দেশ অন্য দেশের সঙ্গে যুদ্ধ বা সংঘাতে জড়িয়ে পড়ত। এইভাবে পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে যেত।  আমরা যখন ফসল চাষ করতে পারব না তখন আমাদের খাদ্যর অনেক বেশি সংকট হবে । আমরা যদি খাবার না পাই তাহলে আমরা কিভাবে বেচে থাকবো তাহলে আমরা এমনি এমনি মারা যাব ।

মানুষ না মারা গেলে সমাজ ও মানসিকতার পরিবর্তন

আমরা যদি না মারা যেতাম তাহলে আমাদের মানুষ কাউকে কেউ ভয় পেত না করণ তাহলে আমি কখন মারা যাব না এনিয়ে । আমরা নিজেরা ভবতাম কি আমি কখন মারা যাব না তাহলে আমি কাউকে ভয় কেন পাব । কাউকে ভয় না ফেলে মানুষ আইন বা নিতি মানতো না তাহলে আমাদের সমাজে অনেক বেশি খারাপ কাজ হত । আবার কেউ কেউ মনে করত আমি এখনতো মারা যাব না তাহলে আমাকে কাজ কেন করতে হবে এটা মনে করত । তার ফলে আমাদের সমাজ ও মানসিকতার অনেক রোপ দেখতে পারতাম ।  আমাদের যে সময় কতটা বেশি কাজের সেগুলোও আমরা নিজেরা বুলে যেতাম । তখন সময় আমরা মনে করতাম যে আমি কখন মারা যাব না তাহলে আমরা কেন সময়ে মূল্য বুঝবো । আমরা যদি এরকম মারা না যাই তাহলে আমাদের সমাজ ও মানসিকতার পরিবর্তন অনেকটা দেখতে পেতাম ।

মারা না গেলে আমাদের চিকিৎসা ও বিজ্ঞানের কি অবস্থা হত

আমাদের চিকিৎসা ও বিজ্ঞান অবস্থা এমন হত যে আমাদের শরীরে অনেক বেশি অসুস্থ থাকার পর ও আমরা মনে করতাম, যে আমরা তো এখন মারা যাব না তাহলে আমাদের অসুখ হলে কি আর না হলেই কি এগুলো আমরা মনে করতাম । আমরা বর্তমানে বেশি মারা যাই যে অসুখের জন্য আমরা যদি না মারা যেতাম তাহলে আমাদের অসুখ হয়ে আমাদের কি হত । যদি মানুষের মৃত্যু না হতো, তাহলে শরীর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আগের মতোই দুর্বল, অসুস্থ ও ক্ষয়প্রাপ্ত হতো চামড়া কুঁচকে যেত, অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ হতে থাকত, চোখে দেখা কমে যেত, স্মৃতি দুর্বল হতো কিন্তু মানুষ মারা যেত না। ফলে তারা সেই দুর্বল, ব্যথায় ভরা শরীর নিয়েই চিরদিন বেঁচে থাকত। এতে মৃত্যু না হলেও জীবন হয়ে উঠত এক ধরনের স্থায়ী কষ্ট; কেউ সুস্থ হতে পারত না, কিন্তু শেষও হতো না। তাপর আমাদের অনেক বেশি কম না আবার বেশি কষ্ট হত । তখন সময় আমরা মনে করতাম যে আমরা যদি মারা যেতে পারতাম তাহলে আমাদের অনেক ভালো হতো ।

শর্টকাট বা ছোট করে বলি আমাদের কি হত

১/ জনসংখ্যা বিস্ফোরণ – মানুষ মারা না গেলে জনসংখ্যা অত্যধিক বৃদ্ধি পেত।
২/ খাদ্য সংকট – খাদ্যের চাহিদা খুব বেশি হওয়ায় ক্ষুধা ও অভাব দেখা দিত। 
৩/ সম্পদ সংকট – পানি, জমি, বিদ্যুৎ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ খুব দ্রুত শেষ হয়ে যেত। 
৪/ জন্মনিয়ন্ত্রণের বাধ্যতা – পৃথিবী টিকিয়ে রাখতে জন্ম নিয়ন্ত্রণ কঠোরভাবে প্রয়োগ করতে হতো।
৫/ অপরিকল্পিত শহরায়ন – বসতিগুলো এত ঘন হয়ে যেত যে জীবনযাত্রা অসহনীয় হতো।
৬/ বয়স্ক মানুষের দীর্ঘায়ু সমস্যা – স্বাস্থ্য সমস্যা ও অসুস্থতা দীর্ঘকাল চলত। 
৭/ মানসিক চাপ ও হতাশা – জীবন অনির্দিষ্ট হলে অনেকেই মানসিকভাবে ক্লান্ত ও উদাসীন হতেন।
৮/ প্রকৃতির ভারসাম্য নষ্ট – মৃত্যু না থাকলে জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হতো।
৯/ সংঘাত ও যুদ্ধের সম্ভাবনা – স্থান ও সম্পদের জন্য মানুষের মধ্যে সংঘাত বাড়ত।

আমি বলতে চাই যে যদি পৃথিবীতে মানুষের মৃত্যু না হতো, তাহলে জনসংখ্যা ক্রমেই বেড়ে যেত, কিন্তু পৃথিবীর সম্পদ সীমিত থাকায় সবার প্রয়োজন মেটানো সম্ভব হতো না। যতই কৃষি উৎপাদন বা খাদ্য উৎপাদন বাড়ানো হোক না কেন, চাহিদা এত বেশি হতো যে খাবার, পানি, ও জমির অভাব দেখা দিত। ফলে অনেক মানুষ না খেয়ে কষ্টে দিন কাটাত, দারিদ্র্য বাড়ত, আর সম্পদ ও জমি নিয়ে এক দেশ অন্য দেশের সঙ্গে যুদ্ধ বা সংঘাতে জড়িয়ে পড়ত। এইভাবে পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে যেত। । তাহলে আমি কি আমার কথা মত এই প্যারায় শর্টকাট বা ছোট করে বলতে পেরেছি ।

নতুন গ্রহে বসতি মানুষ না মারা গেলে

আমরা যদি না মারা যেতাম তাহলে আমাদের নতুন গ্রহ বেচে নিতে হত । আমাদের মাঝে যে যদি কেউ মারা না যেত তাহলে আমরা কোথায় বসবাস করতাম । আমরা যদি কেউ না মারা যাই পৃখিবীতে তাহলে আমাদের থাকার বা ফসল চাষের জায়গা পাব না তাই আমাদের অন্য গ্রহের কাজে আসতো । আর হিরণ মার্কস এর লাভ হত আমরা গ্রহে যেতাম আর তার লাভ । তাহলে তো আমাদের এলিএনরা মনে করত আমরা এলিএন বুঝলেন । তবে হে আমরা একটা কথা বলতে মনে নেই যে আমরা যদি কেউ না মারা যাই তাহলে আমাদের শব্দের জন্য সারা সমুদ্রর পানির এত সারা দিত যে সুনামি হত তাই আমাদের এগুলো মানতে হবে ।
এটা আবার দেখতে পারেন:আপনারা যদি আবার কোন জায়গা বা অংশ মনে করেন আপনার বেশি প্রয়োজন তাহলে এটা থেকে পড়ুন।

আমার কথা ও নৈতিক প্রশ্ন

আমাদের একদিন আসবে করণ এটা আমাদের প্রকৃতির নিয়ম । আমরা জানি যে কোন মানুষ অমর নয় । তাহলে আমাদের একদিন যেতে হবে তাই না তাহলে কিসের এত সুন্দরয্য কিসের অহংকার আমরা সবাই ভাই ভাই বোন বোন আত্মীয় কাই না । আমরা একটা প্রশ্ন আপনারা কেন সারা চাইবেন যে সারা জীবন আমরা নিজেরা বেচে থাকবো । আচ্ছা আর বেশি বলছি না কিছু আমাদের পৃথিবীতে মানুষের মৃত্যু না হলে কি কি ঘটতে পারে এই বিষয়ে ব্লগটা আপনাদের কেমন লেগেছে জানাবেন তাহলে আমি আজ আসি ভাই ও বন্ধুরা ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
কমেন্ট বা মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জাহি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন।

comment url