JPG, PNG, GIF ৫টি জনপ্রিয় ইমেজ ফরম্যাট

আপনি কি জানতে চান জনপ্রিয় ৫টি ইমেজ ফরম্যাট কোনগুলো যেমন JPG, PNG । আমরা শুদু দুই ও তিনটি ফরম্যাটের নাম জানি তাই না আজ জানবেন  ৫টি জনপ্রিয় ইমেজ ফরম্যাট । আবার কোন কোন ফরমেট কি কি কাজ করে তাও জানতে পারবেন । 

আপনি কি জানেন আমাদের দৈনন্দিন ডিজিটাল জীবনে বিভিন্ন ধরনের ইমেজ ফরম্যাট ব্যবহার হয়, যার মধ্যে JPG, PNG–এর মতো নামগুলো সবচেয়ে বেশি শোনা যায়? সাধারণত আমরা দুই-তিনটি জনপ্রিয় ফাইল ফরম্যাট সম্পর্কে জানলেও, বাস্তবে আরও বেশ কিছু দরকারি ইমেজ ফরম্যাট রয়েছে, যেগুলো বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। আজ আমরা পরিচিত হব এমন ৫টি অত্যন্ত জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ ইমেজ ফরম্যাটের সঙ্গে, যেন আপনি বুঝতে পারেন কোন ছবি কোন ফরম্যাটে সংরক্ষণ করা উচিত এবং কোন ফরম্যাট কোন কাজের জন্য সবচেয়ে উপযোগী।

ইমেজ ফরম্যাটগুলোর কাজ একেক রকম—কেউ ফাইল সাইজ ছোট রাখে, কেউ ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট রাখার সুবিধা দেয়, কেউ আবার অ্যানিমেশন সমর্থন করে। আপনি যদি গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ব্লগিং বা সাধারণ ফটোগ্রাফি যেকোনো কাজে যুক্ত থাকেন, তবে এই ফরম্যাটগুলো সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। কারণ সঠিক ফরম্যাট নির্বাচন করলে আপনার ছবির মান হবে আরও উন্নত, লোডিং স্পিড বাড়বে এবং ব্যবহারকারীর অভিজ্ঞতাও হবে আরও ভালো।

সূচিপত্র এড়িয়া

সূচিপত্র:উপরের সূচিপত্র থেকে বেচে নিন তাহলে আপনি যে ইমেজ ফরম্যাটের বেপারে জানতে চান তাহলে জানতে পারবেন ।

১/ প্রথমে JPG ইমেজ ফাইল ফরম্যাট

JPG ফাইল হল বিশ্বের জনুপ্রিয় ইমেজ ফরমেট এর মধ্যে আছে । এটি ফাইল সাইজ কম থাকে তাই এটা খু্ব সহজেই ছবির কালার ধরণ বোঝা যায় । কম ফাইল সাইজ হওয়ায় মোবাইলে স্টোরেজ কম খায় বা নেয় । তবে এটি ভালো মানের ছবির ক্যাপচার করতে পারে না করণ এই ফাইল ফরম্যাটি কম সাইজের হওয়ায় ছবির কোয়ালিটি টা একটু কারাপ করে তুলে । সহজ ভাষায় হল যে JPG সেভ করার সময় কিছু ডিটেইল কমিয়ে দেয়—ফলাফল: ছবি ছোট হয়, কিন্তু সামান্য কোয়ালিটি হারায়। তবে এটার একটা বেশি ভালো দিক হল এটা ফটোগ্রাফি, মানুষের ছবি বা প্রকৃতির ছবি JPG-তে খুবই সুন্দর দেখায়। এই ফাইল ফরম্যাটি কেন ব্যবহার করবে এটা মনে করছেন তাহলে আমি বলি । আপনার ওয়েবসাইটের ছবিতে এই ফাইল ফরম্যাটি ব্যবহার করতে পারবেন এতে ওয়েবসাইটে ছবি দ্রুত লোড হওয়ার জন্য আর হল ফাইল সাইজ কম রাখার জন্য ও ফটোগ্রাফি বা রঙিন ছবি ভালোভাবে দেখানোর জন্য এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, ব্লগে পোস্ট দেয়ার জন্য এই ফরম্যাটি হতে পারে আপনার ভালো একটা চয়েজ ।

২/ দ্বিতীয়তে PNG ইমেজ ফাইল ফরম্যাট

আমাদের মাঝে যারা কম্পিউটারে ইউজ করেছি তারা একবার হলেও আমরা JPG ইমেজ ফাইল ফরম্যাটটি ইউজ করেছি । আবার আপনি যদি একবাছরের বেশি দিন ধরে মোবাইল ব্যবহার করে থাকেন তাহলেও এই JPG ইমেজ ফাইল ফরম্যাটটি ব্যবহার করেছেন । এই ফাইল ফরম্যাটি অনেক বেশি জনপ্রিয় এই ফাইল ফরম্যাটি আমাদের এই পোস্টটে ব্যবহার করা ছবিতে  আছে । এই ইমেজ ফরম্যাটে অনেক গুণ আছে যেটা দিয়ে আপনি এই ফরম্যাটটি ব্যবহার করবেন । এইটার প্রথম ভালো গুণ হল এটার ফাইল সাইজ কম হলেও এটার ছবি PNG ছবি সেভ করলেও কোন ডিটেইল নষ্ট হয় না। তাই ছবি খুব শার্প ও পরিষ্কার থাকে। আমরা অনেক সময় Transparent Background চাই এই ফাইল ফরম্যাটে Transparent Background সাপোর্ট করে যা ছবির মেইন আকরযণ । এটা দিয়ে আপনি সব কাজেই ছবি ব্যবহার করতে পারবেন । এটা আপনার ওয়েবসাইটে দিলে ফাস্ট লোডিং নিবে ও এটা দিয়ে বেশি কাজ করা হবে ডিজাইনের যেমন লগো , টি-শার্ট । তবে ভাই এটার সব ভালোগুণ দেখলে হবে এটার একটু খারাপ দিক আছে যেমন এইটা ফাইল সাইজ একটু বড় হয় JPG এর তুলনায় । একটু বড় হওয়ার কারণ হল এটার ছবির কোয়ালিটি তাই একটা ফাইল সাইজ বেশি হয় ।

৩/ তৃতীয়তে থাকবে GIF ফাইল ফরম্যাট

আমরা GIF ফাইলটি ব্যবহার না করতে পারি কিন্তু একবার না একবার আপনি দেখেছেন । GIF ফাইল ফরম্যাটি বেশি ব্যবহার হয়ে থাকে ছোট অ্যানিমেশন, স্টিকার, মিম এগুলোতে এই GIF ফাইল ফরমেটটি ব্যবহার হয় । উদাহারণ সুরুপ নিচের GIF  ফাইল ফরম্যাটের ছবিটি দেখুন ⬇

উদাহারণের জন্য এই GIF  ফাইল ফরম্যাটের দেওয়া হল।

উপরে যে ছবিটি দেওয়া আছে সেই ছবিটি একটা GIF  ফাইল ফরম্যাট । এটার যে দুটি কালার ও লেখা এনিমেশন আকারে দেখালো এটাকে বলা হয় GIF  ফাইল ফরম্যাট । GIF  ফাইল ফরম্যাটের অনেক ভালো দিকও আছে আবার একটু খারাপ দিক ও আছে আমরা একটু একটু করে ভালো করে বুঝিয়ে বলি এতে আপনাদের বুঝতে ভালো হবে । এই GIF  ফাইল ফরম্যাট অনেক বেশি ফাইল সাইজ হয়ে থাকে তার জন্য অনেক অসুবিদা হয়ে থাকবে যেমন ওয়েবসাইটে GIF  ফাইল ফরম্যাট ছবি দিয়ে অনেক লোডিং নেয় । আর এটার ছবি একটু কোয়ালির দিক ও খারাপ এটার ভালো দিক হলো ৪ থেকে ৬ টা ছবি একসাখে মিলিয়ে একটা ছবি বানানো যায় যেমন ছোট ছোট মিম ও স্টিকার ও এসিমেশনও বানানো যায় । এটা সব কাজের জন্য না এটাতে কিছু প্রয়োজনীয় কাজের জন্য ব্যবহার করা হয় ।

৪/ চতুর্থ WEBP ইমেজ ফাইল ফরম্যাট

আমার অনেকেই WEBP ইমেজ ফাইল ফরম্যাটের সঙ্গে যুক্ত বা চিনিনা । এটা বেশির ভাগ ব্যবহার হয়ে থাকে ওয়েবসাইটে ব্যবহার হয় । WEBP হলো একটি আধুনিক ইমেজ ফরম্যাট যা ওয়েবসাইট, ব্লগ, অনলাইন স্টোর ও মোবাইল অ্যাপে দ্রুত লোড হওয়া ছবি প্রদানের জন্য তৈরি। এটি JPG-এর মতো কম সাইজে ছবি সংরক্ষণ করতে পারে, PNG-এর মতো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সমর্থন করে এবং GIF-এর মতো ছোট এনিমেশনও রাখতে পারে। ফলে একই কোয়ালিটিতে ফাইল অনেক ছোট থাকে, রঙ ও ডিটেইল সুন্দর থাকে, ওয়েবসাইট দ্রুত লোড হয় এবং SEO-র জন্য উপযুক্ত। বিশেষভাবে এটি PNG ও JPG-এর সুবিধা একসাথে দেয়, তাই আধুনিক ডিজাইন, থাম্বনেইল, লোগো বা যেকোনো অনলাইন ছবি প্রদর্শনের জন্য সেরা ফরম্যাট। তবে এটাতে অনেক সুবিদা পাওয়া যায় কিন্ত এটা শুদু ওয়েবসাইটে ব্যবহার করার জন্য এটা বেশির ভাগ ব্লগ ওয়েবসাইটে ব্যবহার করা হয় যাথে ভালো হয় ব্লগের । এটা নিয়ে আরেকটা ব্লগ লিখব আপনারা দেখবে এটা পড়ে এটার পাড়ের পোস্টাই হলো এই টা নিয়ে । তাহলে এখন দেখি আমরা আর কোনটি ফরম্যাট রয়েছে ।

৫/ পঞ্চম SVG ইমেজ ফাইল ফরম্যাট

SVG (Scalable Vector Graphics) হলো একটি অত্যাধুনিক ইমেজ ফরম্যাট, যা মূলত ওয়েব ডিজাইন, লোগো, আইকন, চার্ট এবং ইলাস্ট্রেশনের জন্য ব্যবহৃত হয়। অন্য ছবি ফরম্যাটের মতো এটি পিক্সেল-ভিত্তিক নয়, বরং ভেক্টর গ্রাফিক্সের উপর ভিত্তি করে তৈরি, যার ফলে ছবির মান বড় করা বা ছোট করার পরও কোনো ব্লার বা পিক্সেলেশন দেখা যায় না। SVG ফাইল সাধারণত হালকা হয়, ব্যাকগ্রাউন্ড স্বচ্ছ রাখা যায় এবং সহজেই এডিট করা সম্ভব। এছাড়া, এটি সরাসরি ব্রাউজারে রেন্ডার হয়, তাই ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে ব্যবহার করলে লোগো, আইকন বা যে কোনো গ্রাফিক্স সব সময় শার্প ও প্রফেশনাল দেখায়। এই বৈশিষ্ট্যের কারণে SVG আধুনিক ডিজাইনের জন্য একেবারে উপযুক্ত। এটা বেশি ব্যবাহার হয় আমি যেটা দেখেছি ওয়েবসাইটের লগোতে যাতে সুন্দর লাগে লগোটি তার জন্য দেওয়া হয় । এটাই ছিল আমাদের  আজকের ৫টি ইমেজ ফাইল ফরম্যাট । তাহলে আজকে আমি আসি বন্ধুরা পরে দেখা হবে ভাই ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
1 Comments
  • CEO
    CEO 9 December 2025 at 10:03

    এত দিন পর ব্লগ আসলো ❤️

Add Comment
comment url