কম্পিউটার ফাস্ট করার উপায়

আমরা কম্পিউটার অন করলে দেখি আমাদের কম্পিউটার ফাস্ট কাজ করে না শুদু লোড নেয় । তাই আজ দেখবেন কম্পিউটার ফাস্ট করার উপায় গুলো কি কি । আমরা আজকে শুদু দেখবো কম্পিউটার ফাস্ট করার উপায় দেখবে তাই চলুন আমরা দেখি কিভাবে ফাস্ট করবেন । 

কম্পিউটার ফাস্ট করার উপায় গুলো জানার আগে আমরা আবার একটা কথা জেনে নিন আজ শুদু আমরা দেখবো কিভাবে আপনার নিজের কম্পিটার ফাস্ট করবেন সেটা জানবেন । তাহলে চলুন আমরা দেখি কিভাবে ফাস্ট করা যায় । আমরা আগে দেখবো বেসিক যে বিষয় আছে তারপর আমরা সব বিষয় জানব তাই কেউ এটা সহজ বিষয় বলে এড়িয়ে যাবেন না এটার নিচে বহুত গুরুত্বপূর্ণ উপায় গুলো দেখতে পারবেন ।
সূচিপত্র:আপনি সূচিপত্র থেকে যে বিষয় গুলো আপনার বেশি প্রয়োজন সেই বিষয়ে যেতে পারবেন ।

কম্পিউটার ফাস্ট করার বেসিক ও সাহজ উপায় গুলো কি কি?

আমাদের কম্পিউটার ফাস্ট করার বেসিক বিষয় ও যা আমরা প্রতিদিন করতে পারি তাহলে রিফ্রেশ করা মানে হলো আমরা প্রতিদিন refresh করতে পারি । আমরা যদি প্রতিদিন আমাদের কম্পিউটারে প্রতিদিন রিফ্রেশ করি তাহলে আমাদের কম্পিউটার অনেক ফাস্ট হয়ে যাবে । আমি জানি এখানে অনেকেই রিফ্রেশ বিষয়টা কিভাবে করতে হয় সেটা জানে না আমরা কম্পিউটারের হেমপেইজে এসে আমরা মাউজের ডান বাটনে চাপ দিবো তাহরে আমরা তিন নাম্বারে রিফ্রেশ বাটন পেযে যাব নিচে ছবি দেখুন ।
আমরা refresh করার পাশাপশি আমাদের বেশি গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের কম্পিউটারের হার্ডডিস্ক পারি জায়গা ফাকা রাখবেন । হার্ডডিস্ক মানে আমাদের কম্পিউটারের ফাইল কম রাখবেন তাহলে আমাদের কম্পিউটার অনেক বেশি ফাস্ট হবে । তারপর আমরা প্রতিদিন কম্পিউটার কম হলেও ১০ মিনিট চালাবো তাহলে আমাদের কম্পিউটার অনেক বেশি ফাস্ট হবে ।

আমাদের অপ্রয়োজনীয় স্টার্টআপ বন্ধ রাখুন

স্টার্টআপ হলো আমরা যখন কম্পিউটার অন করি তখন সময় স্টার্টআপ আমাদের কয়েকটা সফটওয়্যার অটো অন করে দেয় যেগুলো আমরা জানিনা যেমন বিজয় বাহান্ন এরকম করে আরো আছে যা স্টার্টআপ অন করে দেয় আমাদের প্রয়োজনীয় সফটওয়্যার ছাড়া যাতে স্টার্টআপ অন না করে তার জন্য আমাদের কে ctrl+alt+del এই তিনটি বাটন দরে চাপ দিবেন তাহলে আমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে এখান থেকে আমরা task manager নামক এই বাটনে বা লেখার উপর আমরা চাপ দিব তারপর আমরা আমরা এখানে উপরের দিকে কিছু বাটন পাব সেই জায়গায় আমরা পাবো startup এই লেখাটা কোথায় কোথায় পাবেন নিচে দেখুন ।
আমরা স্টার্টআপ এটাতে আসারপর আমরা যে সফটওয়্যার গুলো আমাদের কম্পিউটার অন হওয়ার পর অটো স্টার্টআপ হবে সেগুলো রেখে আমরা সব গুলো সফটওয়্যার ডিজেবল করে দিবো তবে আমরা বিজয় বাহান্ন আর অভ্র কিবোর্ড রাখবেন না হলে আমাদের কম্পিউটারের টাইপিং সমস্যা হবে । আমাদের কম্পিউটার ফাস্ট করার একটা বিশেষ স্টার্টআপ হল ।

অটো আপডেট বন্ধ রাখা

আমাদের কম্পিউটার ফাস্ট করার একটা বিশেষ অবধান হলো অটোআপপেট অফ রাখা তাহলে আমাদের কম্পিউটার অনেক বেশি ফাস্ট হবে । আমাদের কম্পিউটারে যখন অটো আপডেট হয় তখন সময় আমাদের কম্পিউটারে অপ্রয়োজনীয় ফাইল কম্পিউটারে আসে যা আমাদের হার্ডডিস্ক এর ফাইল বাড়িয়ে দেয় তাই আমাদের কম্পিউটার ফাস্ট হয় না কিভাবে অটো আপডেট অফ করবেন তা বলি । কম্পিউটারের অটো আপডেট অনেক সময় অপ্রয়োজনে ব্যাকগ্রাউন্ডে চালু হয়ে র‍্যাম ও ইন্টারনেট খরচ করে, ফলে সিস্টেম ধীর হয়ে যায় এবং কাজ করতে বিরক্ত লাগে। তাই প্রয়োজন না থাকলে অটো আপডেট বন্ধ করে রাখা ভালো, এতে কম্পিউটার হালকা ভাবে চলবে এবং ইন্টারনেটও বাঁচবে। আপনি চাইলে কন্ট্রোল প্যানেল বা উইন্ডোজ সেটিংস থেকে আপডেট অপশন বন্ধ রাখতে পারেন এবং প্রয়োজন হলে নিজে হাতে আপডেট দিতে পারেন। মনে রাখবেন, কম্পিউটার ফাস্ট করার উপায় এর মধ্যে অটো আপডেট বন্ধ করাও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা আপনার ডিভাইসকে দ্রুত ও স্মুথভাবে চালাতে সাহায্য করবে।

কম্পিউটার ফাস্ট করার জন্য SSD ব্যবহার করা

আমাদের কম্পিউটারে SSD লাগালে আমাদের হার্ডডিস্ক এর তুলনায় অনেকটা বেড়ে যায় । এটা আমার কথা নয় তবে হে HDD ববেন না কারণ এটার মানে হলে হার্ডডিস্ক আপনি এটাকে বলতে হবে SSD বলা । SSD বা Solid State Drive হলো এক ধরনের স্টোরেজ ডিভাইস যা হার্ড ডিস্ক ড্রাইভের HDD মতো ঘূর্ণনশীল ডিস্ক ব্যবহার করে না, বরং মেমোরি চিপের মাধ্যমে ডেটা সেভ ও রিড করে। এর ফলে ডেটা অনেক দ্রুত লোড হয়, সিস্টেম বুট আপ, সফটওয়্যার ওপেন, গেমিং বা ভিডিও এডিটিং—সবকিছুতেই গতি বেড়ে যায়। সহজভাবে বললে, HDD যেখানে মিনিটের কাজ করে, SSD সেখানে সেকেন্ডেই করে দেয়। তাই যারা কম্পিউটারকে দ্রুত করতে চান তাদের জন্য SSD ব্যবহার করা সবচেয়ে কার্যকরী সমাধানগুলোর একটি। এ কারণে বলা যায়, কম্পিউটার ফাস্ট করার উপায় হিসেবে SSD লাগানো একটি দারুণ উপায় যা আপনার ডিভাইসের পারফরম্যান্স কয়েকগুণ বাড়িয়ে দেবে। তাই আমরা একটু কষ্ট হলেও একটা ভালো দেখে SSD লাগাবো তাহলে আমাদের কম্পিউটার ফাস্ট হয়ে যাবে ।

Temporary files বন্ধ রাখা

আমাদের কম্পিউটারের যে দেখি সি ফাইল বেড়ে যায় তার করণ হলো আমাদের Temporary files এর জন্য তাহলে আমাদের Temporary files একটু বন্ধ রাখবেন । Temporary files বা টেম্পোরারি ফাইল হলো সেই অপ্রয়োজনীয় ফাইলগুলো, যেগুলো সফটওয়্যার, ব্রাউজার বা সিস্টেম কাজ করার সময় স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে এবং ব্যবহার শেষে আর দরকার হয় না। এগুলো সময়ের সাথে জমে গিয়ে কম্পিউটারের স্টোরেজ ভর্তি করে ফেলে, যার ফলে কম্পিউটার ধীরে কাজ করে। তাই নিয়মিত Temporary files বন্ধ বা মুছে ফেললে স্টোরেজ খালি হয়, সিস্টেম হালকা হয় এবং পারফরম্যান্স বেড়ে যায়। অর্থাৎ, অপ্রয়োজনীয় টেম্প ফাইল ক্লিন করা হলো কম্পিউটার ফাস্ট করার উপায় এর একটি গুরুত্বপূর্ণ ধাপ। Temporary files কাটার নিয়ম খুব সহজ, আর এটা করলে কম্পিউটার অনেকটাই দ্রুত হয়ে যায়। কীবোর্ড থেকে Windows + R চাপুন, তারপর %temp% লিখে Enter চাপলে একটি ফোল্ডার খুলবে যেখানে সব অপ্রয়োজনীয় টেম্প ফাইল জমে থাকে। এগুলো সব সিলেক্ট করে Shift + Delete চাপলেই স্থায়ীভাবে মুছে যাবে। চাইলে Disk Cleanup ব্যবহার করেও Temporary files মুছে ফেলা যায়। নিয়মিত এই কাজ করলে স্টোরেজ খালি থাকে, সিস্টেম হালকা হয় এবং কাজের গতি বেড়ে যায়, অর্থাৎ এটি হলো সহজ একটি কম্পিউটার ফাস্ট করার উপায়।

সফটওয়্যার কমিয়ে রাখা

আমরা এক সময় একটা সফটওয়্যার প্রয়োজন পরে তখন সময় আমরা এটাকে আমাদের কম্পিউটারে ইনিস্টল করে ফেলি তারপর আমাদের সফটওয়্যার আর ব্যবহার করি না তবে আমরা আমাদের কম্পিউটারের হোম থেকে ডিলেট করে ফেলি তবে আমাদের কম্পিউটার  এটার সেই সফটওয়্যার টি আনইনিস্টল হয় না তােই আমাদেরকে আমাদের কম্পিউটার ফাস্ট করার জন্য সেই সফটওয়্যারগুলো আনইস্টল করতে হবে তাহলে নিছে দেখুন । কম্পিউটার থেকে অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করা একটি সহজ ও কার্যকর উপায় যাতে আপনার সিস্টেম দ্রুত চলে। Windows কম্পিউটারে Start Menu → Settings → Apps → Installed apps এ গিয়ে যে সফটওয়্যার আর ব্যবহার করবেন না, তা নির্বাচন করে Uninstall বাটন চাপলেই সফটওয়্যার মুছে ফেলা যায়। Android বা iPhone-এও অ্যাপ আইকন ধরে রেখে Uninstall / Delete করলে কাজটি করা যায়। নিয়মিত এই প্রক্রিয়া অনুসরণ করলে স্টোরেজ খালি থাকে, সিস্টেমে লোড কমে এবং কম্পিউটার দ্রুত কাজ করে, তাই এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ধরা হয় কম্পিউটার ফাস্ট করার উপায়

প্রতিদিন কি কি কাজ করলে আমাদের কম্পিউটার ফাস্ট থাকবে

কম্পিউটারকে দ্রুত এবং স্থায়ীভাবে ফাস্ট রাখার জন্য প্রতিদিন কিছু সাধারণ অভ্যাস মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করা, টেম্পরারি ফাইল ও ক্যাশে মুছে ফেলা, অটো স্টার্টআপ প্রোগ্রাম সীমিত করা, অ্যান্টিভাইরাস আপডেট রাখা এবং ভাইরাস স্ক্যান করা, অপ্রয়োজনীয় ব্রাউজার এক্সটেনশন বন্ধ করা, হার্ডডিস্ক বা SSD পর্যায়ক্রমে চেক করা এবং প্রয়োজন অনুযায়ী ডিফ্র্যাগমেন্ট করা (HDD হলে), এছাড়া কম্পিউটারকে অতিরিক্ত গরম হতে না দেওয়া। এই সব নিয়মিত অভ্যাস মেনে চললে সিস্টেমে লোড কমে, স্টোরেজ খালি থাকে এবং কম্পিউটার সবসময় দ্রুত চলে, যা একটি কার্যকর কম্পিউটার ফাস্ট করার উপায়
আমাদের আজকের কম্পিউটার ফাস্ট করার উপায় গুলো আপনাদের অনেক বেশি সাহায্য করবে আমি জানি । আপনি যদি আরো কম্পিউটার বিষয়ে কিছু জানতে চান তাহলে আমাদের এই পোস্ট এর কমেন্ট এ জানাবেন । তাহলে আমাদের কম্পিউটার নিয়ে আমরা আরো কিছু দিতে পারব । আর কম্পিউটার ফাস্ট করার উপায় গুলো আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন । তাহলে আমরা বড় ও ছোট ও বন্ধুরা আজ আমি আসি আপনাদের কে জানাই সালাম ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
এই পোস্টে এখনো কেউ কমেন্ট বা মন্তব্য করে নি
কমেন্ট বা মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জাহি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন।

comment url